পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

পটুয়াখালীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মধ্য ধরান্দির কমলাপুর ইউনিয়নে ও সকালে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- সদর উপজেলার মধ্য ধরান্দি এলাকার বাসিন্দা শহিদ ইসলামের মেয়ে রিয়া মনি (৬), একই এলাকার আজম আলীর ছেলে হাসান (৫) এবং কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমানের ছেলে ফজলুল করিম (২)।

স্থানীয় বাসিন্দা গোলাম আহাদ বলেন, দুপুরে রিয়া ও হাসান খালের পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দুইজনকে পরস্পরের হাত ধরা অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. গোলাম কিবরিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

এদিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল সহকারী কবির হোসেন বলেন, ফজলুল করিম নামে শিশুটি হাসপাতালে আগেই মারা গেছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।