রুপালি ঝরনায় গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু
বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকার ঘোনাপাড়ার রুপালি ঝরনায় গোসলে নেমে তাহসান হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত তাহসান ঢাকার রাজধানী আইডিয়াল কলেজের ছাত্র। তার বাড়ি রামপুরায়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রেইচা এলাকার রুপালি ঝরনাতে এ দুর্ঘটনা ঘটে ।
রাজধানী আইডিয়াল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার সকালে কলেজের ১৩১ জন শিক্ষক- শিক্ষার্থী নিয়ে বান্দরবান ভ্রমণে আসি। মঙ্গলবার দুপুর ২টার দিকে রেইচা এলাকার ঘোনাপাড়ার রুপালি ঝরনা দেখতে যাই সবাই। সেখানে অনেকের সঙ্গে ঝরনার পানিতে গোসল করতে নামে তাহসান। তখন ঝরনার পানিতে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বান্দরবানের সিভিল সার্জন অংসুইপ্রু বলেন, ওই শিক্ষার্থীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সৈকত দাশ/এএম/পিআর