বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ইমরান মোড়ল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে চুকনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান মোড়ল ডুমুরিয়া উপজেলার চুকনগর পঞ্চিমপাড়ার মিজানুর রহমান মোড়লের ছেলে।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আলমগীর হান্নান/আরএআর/এমকেএইচ