লালপুরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল মিস্ত্রির মৃত্যু
ফাইল ছবি
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে সনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোপালপুর পৌরসভার মহিষাখোলা মহল্লার সান্টু আলীর ছেলে। পেশায় একজন মোটরসাইকেল মিস্ত্রি।
শনিবার সন্ধার দিকে উপজেলার আজিমনগর রেল স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে বাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিমনগর রেল স্টেশনের কাছে মোটরসাইকেল মেরামতের দোকান আছে সনির। সন্ধার আগে তিনি বাওড়া রেল গেটের কাছ থেকে রেল লাইন ধরে আব্দুলপুর অভিমুখে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। সন্ধার পরে বিষয়টি জানাজানি হয়।
আজিমনগর স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এমএসএইচ