রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ল যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সনি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সনি গোপালপুর পৌরসভার মহিশাকুলা এলাকার সান্টুর ছেলে। তিনি গোপালপুর রেলস্টেশনের পাশের একটি দোকানের মোটরসাইকেলের মেকানিক ছিলেন।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, সন্ধ্যায় সনি গোপালপুরের ভাওরা এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।