ঘুমের মধ্যে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে বিলকিস বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মৃত বিলকিস বেগম উপজেলার যুগনী গ্রামের তারিকুল জোয়ারদারের স্ত্রী।

নিহতের ভাতিজি তানিয়া খাতুন জানান, বিলকিস বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে বিছানার ওপর উঠে একটি বিষধর সাপ তার কানে কাপড় দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

পড়ুন : সাপ সংক্রান্ত আরও খবর

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।