নানাবাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

খুলনায় সালমান শাহ (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে (সালমান শাহ) নগরীর নতুন বাজার চর এলাকার বাসিন্দা আলমগীর খার ছেলে। সোমবার রাত ৮টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি ধর্ষণের মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সালমান শাহ পলাকত রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আসলাম বাহার বুলবুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সালমান শাহ নগরীর নতুন বাজার ওয়াপদা স্কুল গলি এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসা এক শিশুকে মোকছেদ গলির স্বপন-রিপনের অটো গ্যারেজে নিয়ে একটা ইজিবাইকের মধ্যে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আজ (মঙ্গলবার) সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত সালমান শাহ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আলমগীর হান্নান/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।