জামালপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে লাল্টু মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাল্টু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লাল্টু মিয়া ক্ষেতে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা লাল্টু মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

আসমাউল আসিফ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।