চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর ছাত্রলীগ নেতার হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় মেহেদি হাসান নামে এক বালু ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী মেহেদী হাসান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

আহতরা হলেন- মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মজিবুরের ছেলে বালু ব্যবসায়ী মেহেদি হাসান, তার চাচি সুমি আক্তার, ফুফু শিল্পী আক্তার, চাচা মহসিন মিয়া ও চাচাতো ভাই তাবারক হোসেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বালু ব্যবসায়ী মেহেদি হাসান জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে একটি বড় পুকুর ও নালা ভরাটের ঠিকাদারির কাজ পান তিনি। ২০ দিন আগে ওই বালু ভরাটের কাজ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন দমদমা গ্রামের মিলন মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ। গতকাল সোমবার ব্যবসায়ী মেহেদি হাসান গোহাট্টা গ্রামে তার চাচা মহসিন মিয়ার দোকানে বসে থাকাবস্থায় হাসান রাশেদ তার দাবিকৃত চাঁদা পুনরায় দিতে বলেন।

মেহেদী হাসান টাকা দিতে অস্বীকৃতি জানালে হাসান রাশেদের নেতৃত্বে তার সহযোগী মোস্তাফিজুর রহমান কাজল, সজিব, জামাল, সুমন ও সানিসহ ২০-২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হাত থেকে মেহেদি হাসানকে উদ্ধার করতে তার চাচি সুমি আক্তার, ফুফু শিল্পী আক্তার, চাচা মহসিন মিয়া ও চাচাতো ভাই তাবারক হোসেন ছুটে আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

অভিযুক্ত সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চাঁদাবাজির অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।