ভারতে পাচারকালে ১৪শ কেজি ইলিশসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ভারতে পাচারকালে ১৪শ কেজি ইলিশসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্তের ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্টের সামনে থেকে এই ইলিশগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতেতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন বরগুনা জেলার ফেরদৌস বদু, পটুয়াখালী জেলার বাচ্চু তালুকদার ও যশোরের ঝিকরগাছার হুমায়ুন কবির।

বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, একটি পিকআপ ভ্যানে করে এসব ইলিশ চোরাই পথে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঝাউডাঙ্গার বিশেষ চেকপোস্টের হাবিলদার আজিজুল হক তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় পিকআপ ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ইলিশ জব্দ করা হয়। পরে ওজন করে ১৪শ কেজি ইলিশ পাওয়া যায়।

এ ঘটনায় পিকআপ ভ্যানসহ ওই তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আকরামুল ইসলাম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।