বিরামপুরে ৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

দিনাজপুরের বিরামপুরে ৭ সাত কেজি গাঁজা, ৭৫ বোতল ফেন্সিডিলসহ মো. রায়হান কবির (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কাটলা ইউনিয়নের ভগবতিপুর সড়কে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।

আটক মো. রায়হান কবির উপজেলার সীমান্ত এলাকার দক্ষিণ দাউদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভগবতিপুর গ্রামের পাশে অবস্থান নেন পুলিশ। পুলিশ জানায়, এ সময় পোটলায় করে গাঁজাবহনকালে ওই যুবকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাত কেজি গাঁজা এবং ৭৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার যুবককে কোর্টে চালান করা হয়েছে।

এমদাদুল হক মিলন/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।