প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে গলায় ফাঁস দিলো কলেজছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০১ অক্টোবর ২০১৯
ছবি - ফাইল

নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে এলিজা (২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার করলডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এলিজা ওই গ্রামের মোনাফ আলীর মেয়ে এবং সাপাহার সরকারি ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলিজা পরিবারের সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে তার ঘরে প্রবেশ করে। এরপর সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। দীর্ঘক্ষণ এলিজা তার ঘর হতে বের না হওয়ায় তার মা ও ছোট বোন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন বলছে বেশ কিছু দিন ধরে মেয়েটি মানসিক রোগে ভুগছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আব্বাস আলী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।