কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০১ অক্টোবর ২০১৯

নওগাঁর মান্দা উপজেলা থেকে কোটি টাকা মূল্যের দুটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কালিকগ্রাম পশ্চিমপাড়ার মৃত আকবর আলীর ছেলে ময়েজ উদ্দিনের মাটির দোতলা বাড়ি থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

নওগাঁ ১৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, ১৬ বিজিবি এবং মান্দা থানা পুলিশের টাস্কফোর্স যৌথভাবে কালিকগ্রাম পশ্চিম পাড়ার অভিযান পরিচালনা করে।

এ সময় ময়েজ উদ্দিনের মাটির দোতলা বাড়ি থেকে কোটি টাকা মূল্যের দুটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে- মূর্তি দুটি বাড়ির মালিক পাচারের উদ্দেশ্যে রেখেছিলেন।

আব্বাস আলী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।