ছাগল বাঁচাতে পারলেও নিজেকে পারলেন না গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০২ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

ছাগল বাঁচাতে গিয়ে লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় আরজিনা আক্তার রুমি (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কালিগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় এ মর্মান্তিক র্ঘটনা ঘটেছে।

নিহত আরজিনা আক্তার রুমি হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের সোলেমান মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে রেল লাইনের পাশ থেকে নিজের ছাগলকে বাঁচাতে গিয়ে লালমনিরহাট-বুড়িমারী রুটের একটি চলন্ত লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা খান রুমি বেগম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ডাউয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান কায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজের পালিত ছাগলকে বাঁচাতে গিয়ে রুমি বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।