‘নারী কর্মীদের নির্যাতনে সৌদি আইনে হস্তক্ষেপের সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০২ অক্টোবর ২০১৯

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সৌদি আরবে নারী শ্রমিক নির্যাতন রোধে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার। তবে নারী কর্মীদের নির্যাতনের বিষয়ে সৌদি আরবের আইনে হস্তক্ষেপের সুযোগ নেই। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধনে উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

ইমরান আহমদ বলেন, সম্প্রতি এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী নভেম্বরে সৌদি আরব সফরে এসব সমস্যা নিয়ে আবারও সৌদি সরকারের সঙ্গে কথা বলব। সমস্যা সৃষ্টির জন্য অনেক রিক্রুটিং এজেন্সি দায়ী। নারী কর্মীদের বয়স জালিয়াতি করে তারা। এসব বন্ধে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সম্প্রতি সৌদি আরবে নির্যাতনে নিহত মানিকগঞ্জের একজন নারী গৃহকর্মীর মরদেহ দেশে ফেরানোর বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সেখানে আইনি জটিলতা রয়েছে। তা সমাধান হয়ে গেলে মরদেহ ফিরিয়ে আনা সম্ভব হবে।

সেপ্টেম্বর মাসে সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন সহস্রাধিক নারী শ্রমিক। এদের অনেকে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথাও জানিয়েছেন। দেশে আসার সময় প্রাপ্য বেতনও তাদের দেয়া হয়নি বলে অভিযোগ তাদের।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কার্যনির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।

ছামির মাহমুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।