হাঁস নিয়ে ঝগড়া, মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২২ এএম, ০৩ অক্টোবর ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে হাঁস নামা নিয়ে ঝগড়ায় মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাগ্নে জাব্বার আলী (১৬)। সে সরাপপুর গ্রামের রবিউল সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে গ্রামের মোহাম্মাদ শেখের পুকুরে হাঁস নামা নিয়ে বোন-জামাই রবিউল সরদারের পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে জাব্বার আলীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন মামা মোহাম্মদ শেখ।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাব্বার আলীকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাড়াশ থানার ও‌সি মোস্তা‌ফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এখনও কেউ অ‌ভিযোগ দেয়নি। অ‌ভিযোগ পেলে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।