তদবিরেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৪ অক্টোবর ২০১৯
আটক ইমাম হাসান উজ্জল ও সারোয়ার জাহান শুভ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের তদবিরেও শেষ রক্ষা হলো না দুই ছাত্রলীগ নেতার। চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হাসান উজ্জল ও পৌর ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান শুভ এখন শ্রীঘরে।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গত বুধবার রাতে পৌর ছাত্রলীগের সভাপতি ও নাচোল মাঠপাড়ার এ কে এম ফজলুল হক ওরফে সাধু মাস্টারের ছেলে সারোয়ার জাহান শুভ নাচোল অটোরিকশা-সিএনজির চেইন মাস্টার মুকুলের কাছে মোবাইল ফোনে ৫ হাজার টাকার চাঁদা দাবি করেন। এ সময় মুকুল চাঁদা দিতে রাজি না হলে পরদিন দেখে নেয়ার হুমকি দেন শুভ।

পরদিন বৃহস্পতিবার দুপুরে নাচোল বাসস্ট্যান্ড মোড়ের রহনপুর সড়কে পৌর ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান শুভর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে রহনপুর রোডের মৃত মুসা বিশ্বাসের বাড়ির সামনে চেইন মাস্টার রবিউল ইসলাম রবুর কাছ থেকে চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে না চাইলে তাকে বেধড়ক লাঠিপেটা করা হয়। লাঠির আঘাতে রবু আহত হয়ে নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর অটোরিকশা সমিতির লোকজন বিষয়টি নিয়ে পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর কাছে যায়। এ সময় তিনি থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন।

ওসি আরও জানান, এ ঘটনায় রবু বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগ এনে চারজন বিবাদীর নামসহ আরও অজ্ঞাতনামা ৮/৯ জনকে আসামি করে বৃহস্পতিবার দিবাগত রাতে নাচোল থানায় মামলা করেন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হাসান উজ্জল ও পৌর ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান শুভকে আটক করে পুলিশ।

এদিকে দুই ছাত্রলীগ নেতাকে আটকের খবর পেয়ে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু থানায় উপস্থিত হয়ে ওসির কাছে জোর তদবির করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। শুক্রবার দুই ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোহা.আব্দুল্লাহ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।