মশার কয়েল থেকে আগুনে পুড়ে ছাই শেষ সম্বল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৫ অক্টোবর ২০১৯

সিরাজগঞ্জের সলঙ্গায় গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লেগে তিনটি গরু পুড়ে মারা গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। গতকাল শুক্রবার রাতে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের মৃত ছোরহাব আলীর ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আনোয়ার হোসেনের মেয়ে আন্না খাতুন জানান, আমার বাবা কৃষি কাজের পাশাপাশি তিনটি গরু লালন-পালন করছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে গরু তিনটি গোয়াল ঘরে বেঁধে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পরিবারের লোকজনের আর্তচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো কিছু বুঝে ওঠার আগেই পরিবারের একমাত্র সম্বল তিনটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের গরু তিনটি হারিয়ে দুচোখে এখন অন্ধকার দেখছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, আমি অন্যের জমিতে চাষাবাদ করে কোনো রকমে ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে জীবনযাপন করছি। গরুগুলো মারা যাওয়ায় ও ঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেলাম।

নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, মশার কয়েলেই নিঃস্ব হয়ে গেলো আনোয়ারের স্বপ্ন। এ বিষয়ে সহায়তা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।