ঝিনাইদহে ডেঙ্গুতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:১২ পিএম, ০৭ অক্টোবর ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কমলা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃত কমলা বেগম উপজেলার বিপিননগর গ্রামের বাবুলের স্ত্রী। এ নিয়ে ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলো।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুসাইন শাফায়াত বলেন, চারদিনের জ্বর নিয়ে রোববার বিকেলে হাসপাতালে ভর্তি হন কমলা বেগম। ওই সময় তার ব্লাড প্রেসার একবারেই কম ছিল। পরে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সোমবার সকালে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বিকেলের দিকে হঠাৎ করে খারাপ হয়ে যায়। হঠাৎ করে সন্ধ্যায় মারা যান তিনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।