ঝিনাইদহে ডেঙ্গুতে নারীর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কমলা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
মৃত কমলা বেগম উপজেলার বিপিননগর গ্রামের বাবুলের স্ত্রী। এ নিয়ে ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলো।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুসাইন শাফায়াত বলেন, চারদিনের জ্বর নিয়ে রোববার বিকেলে হাসপাতালে ভর্তি হন কমলা বেগম। ওই সময় তার ব্লাড প্রেসার একবারেই কম ছিল। পরে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সোমবার সকালে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বিকেলের দিকে হঠাৎ করে খারাপ হয়ে যায়। হঠাৎ করে সন্ধ্যায় মারা যান তিনি।
আব্দুল্লাহ আল মাসুদ/এএম/জেআইএম