মির্জাপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১১ অক্টোবর ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদপানে শ্যামপদ পাল (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া মন্তোষ পাল (৩০) নামে একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শ্যামপদ পাল মির্জাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পোষ্টকামুরী পালপাড়া এলাকার গোপাল পালের ছেলে।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার দশমীর রাতে তারা অতিরিক্ত মদপান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে বুধবার তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শ্যামপদ পালের মৃত্যু হয়। এছাড়া একই গ্রামের হিরেন পালের ছেলে মন্তোষ পালকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

কুমুদিনী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. দীপঙ্কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এস এম এরশাদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।