সাভারে ট্যানারিতে দুইজনের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৩ অক্টোবর ২০১৯

সাভারে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে এক শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩অক্টোবর) দুপুর ১২টার দিকে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায় সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে নিজেও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন /এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।