চাঁদপুরে ১০০০ ফেনসিডিলসহ আটক ৪, গাড়ি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:১৩ এএম, ১৭ অক্টোবর ২০১৯

চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে দুজন নারী। এছাড়া একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বুধবার রাতে শরীয়তপুর থেকে ফেরি পারাপার হয়ে হরিণা ফেরিঘাটে ওঠার পথে প্রাইভেটকার ও একটি হাইস গাড়ি থেকে তাদের আটক ও ফেনসিডিল জব্দ করে র‌্যাব-১১ কুমিল্লা।

হরিণাঘাটের ব্যবসায়ীরা জাগো নিউজকে জানান, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে হাইস গাড়িটি দ্রুত ঘাট ত্যাগ করে। তাদের আটক করা সম্ভব হয়নি। প্রাইভেটকারটিও দ্রুত চালিয়ে যাওয়ার সময় আরেকটি গাড়িকে ধাক্কা দিলে র‌্যাব তাদের আটক করেন।

র‌্যাব-১১ কুমিল্লার এসপি প্রণব কুমার জাগো নিউজকে বলেন, ভারত থেকে ফেনসিডিল এনে ফরিদপুর ও চাঁদপুর হয়ে মাদক কারবারিরা ঢাকার উদ্দেশে রওনা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের ধাওয়া করে আনুমানিক এক হাজার পিস ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়েছে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।