মানবতাবিরোধী অপরাধে আ.লীগ নেতাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২১ অক্টোবর ২০১৯

ঝিনাইদহে মানবতাবিরোধী অপরাধ মামলায় হলিধানী ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ এবং তার সহযোগী সাহেব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে হলিধানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আব্দুর রশিদ ওই গ্রামের হামিদ মিয়ার ছেলে এবং সাহেব আলী পাশ্ববর্তী কোলা গ্রামের হামেদ মালিথার ছেলে।

জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আব্দুর রশিদ ও সাহেব আলী নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃতরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। এ ব্যাপারে ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।