সাংবাদিক পরিচয়ে ইলিশ কিনতে গিয়ে ধরা, ১৯ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২১ অক্টোবর ২০১৯

টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ ধরার অপরাধে ১৯ জনকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে গ্রেফতারদের ১০ দিন করে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ইলিশ কিনতে আসা এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী হুমায়ুন কবির নামের একজন ভুয়া সাংবাদিককেও আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক সাংবাদিকের বাড়ি গাজীপুর জেলায়।

গতকাল রোববার রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে জেলেরা ইলিশ ধরছিল। এ সময় অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিকসহ ১৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।