ঝিনাইদহে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৯

ঝিনাইদহে নন্দ কুমার (৪০) নামে জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নন্দ কুমার কালীগঞ্জ উপজেলার বেদে-কোলাপাড়ার গোপাল চন্দ্রের ছেলে ও পার্শ্ববর্তী বাজারের স্বর্ণের দোকানের ডাকাতি মামলায় কারাগারে ছিলেন।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর নন্দ কুমারকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। শারীরিক অসুস্থতার কারণে তাকে জেলখানার মেডিকেলে ভর্তি করা হয়। সুস্থ হয়ে উঠলে একদিন পরেই তাকে হাজত খানায় পাঠানো হয়। পরে আজ সকালে নাস্তা করার পর তিনি বুকে ব্যথার কথা জানান। কারাগারেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা শ্রী দেবেন কুমার দাস জানান, সকালে কারাগার থেকে ফোন আসে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নন্দ কুমার মারা গেছে। সে হাসপাতালে না জেলখানায় মারা গেছে সে বিষয়ে আমাদের কিছু বলা হচ্ছে না।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুল ইসলাম বলেন, নন্দ কুমারকে আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। নন্দ কুমারের কীভাবে ও কখন মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।