নড়াইলের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৭ অক্টোবর ২০১৯

নড়াইলের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল- আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, আমরাও নড়াইলের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রয়োজন। আমি সবাইকে সঙ্গে নিয়ে নড়াইলের উন্নয়নের কাজ করতে চাই।

রোববার নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নড়াইল প্রেসক্লাব এ মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেয়া হয়।

নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার (এসপি) মোহম্মদ জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।