পাসপোর্ট অফিসের দালাল তারিকুলের ৫ মাসের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৯

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে টাকার বিনিময়ে পাসপোর্ট করিয়ে দেয়ার দায়ে শেখ তারিকুল আলম নামে এক দালালকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে তাকে আটকের পর কারাদণ্ড দেয়া হয়।

শেখ তারিকুল আলম শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার মৃত শেখ বারাসাত আলীর ছেলে। সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে পাসপোর্ট অফিসে অভিযান চালান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সজল মোল্যা।

এনডিসি সজল মোল্যা বলেন, পাসপোর্ট অফিসে দালালদের চক্র অত্যন্ত শক্তিশালী। প্রায়ই অভিযোগ আসে দালালদের মাধ্যম ছাড়া পাসপোর্ট করা যায় না। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানকালে তারিকুলের কাছে ভুক্তভোগীদের পাসপোর্ট করার জন্য কাগজপত্র পাওয়া যায়। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে দালালির কথা স্বীকার করেন। সাতক্ষীরা পাসপোর্ট অফিসের একাধিক কর্মচারী এসব দালালের সঙ্গে যোগাযোগ রেখে বছরের পর বছর মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দালাল তারিকুল আলমকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।