প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে আমিও শামিল হয়েছি : মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৯

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ (সদর-লোহাগড়া) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দেন তবে দুর্নীতি আপনার পাশে ঘেঁষতে পারবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নেমেছেন। আমিও প্রধানমন্ত্রীর সে অভিযানে শামিল হয়েছি।

রোববার দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাশরাফি বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রুপিং করবেন না। আমরা এক ছাতার নিচে থেকে উন্নয়নকাজ করতে চাই। আমি নড়াইলে দলকে সুসংগঠিত করার চেষ্টা করব।

Narail-MP-Masrafi-Picture01

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এসএমএ হান্নান রুনু প্রমুখ বক্তব্য দেন।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

হাফিজুল নিলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।