হাসপাতালের ৬ কোটি টাকা মেরে দিলেন তত্ত্বাবধায়ক-ঠিকাদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৯

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ যন্ত্রপাতি কেনার নামে ভুয়া বিল-ভাউচার দিয়ে ছয় কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আলীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে দুদকের খুলনা কার্যালয়ে মামলটি করেছেন।

মামলার আসামিরা হলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আলী, ঢাকার পুরোনো পল্টন এলাকার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার সরকার, ঢাকার সেগুনবাগিচার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আহসান হাবীব, ঢাকার বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী জাহের উদ্দীন সরকার ও দিনাজপুরের ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী আসাদুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্যাকস নামের সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ যন্ত্রপাতি কেনার নামে ভুয়া বিল ভাউচার দিয়ে ছয় কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন আসামিরা। পরস্পর যোগসাজশে সরকারের এসব টাকা আত্মসাৎ করেন তারা।

অপরাধের প্রমাণ পাওয়ায় দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।