ঝিনাইদহে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ৩১ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

ঝিনাইদহের বিষয়খালী এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার কালীবাড়ী পাড়ার আবুল হোসেনের ছেলে তৈয়বুর রহমান (৪৮), আলাইপুর মাঝপাড়া গ্রামের জয়নুদ্দিন (৪৫) এবং পাইকপাড়া গ্রামের রকিব মিয়ার ছেলে মিল্টন হোসেন (৩৬)।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, দুপুরে ভ্যানে মালামাল লোড করে চালক প্রদীপ দাস কালীগঞ্জ শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে আড়মুখ নামক স্থানে কয়েকজন ব্যক্তি ভ্যানটিকে আটকিয়ে চালককে বলে আমরা গোয়েন্দা পুলিশ, তোর ভ্যানে ফেনসিডিলসহ মাদকদ্রব্য রয়েছে। পরে তারা ভ্যানের মালামাল নিয়ে প্রদীপ দাসকে মারপিট করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর আহত প্রদীপ দাস কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে বিষয়খালী বাজার এলাকা থেকে তৈয়বুর রহমান, জয়নুদ্দিন ও মিল্টন হোসেনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।