শ্রমিকদের সড়ক পরিবহন আইন পড়ে শোনালেন এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০২ নভেম্বর ২০১৯

সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক পরিবহন আইন-২০১৮ জনসাধারণ ও পরিবহন শ্রমিকদের পড়ে শুনিয়েছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচ এম কামরুজ্জামান।

শনিবার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় প্রচারণামূলক লিফলেট থেকে আইনগুলো পড়ে শোনান তিনি।

এ সময় ট্রাফিক পরিদর্শক (টিআই) মামুন আল-আমিনসহ পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। পরে নতুন আইনের লিফলেট বিতরণ করা হয় সবার মাঝে।

Lakshmipur-Pic--2

জানা গেছে, জেলা সড়কে আইন কার্যকর করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে রোববার (৩ নভেম্বর) বৃহৎ আকারে প্রচারণা চালানোর কথা রয়েছে।

এ ব্যাপারে বিকেলে পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান বলেন, আইন বাস্তবায়নের আগে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সচেতন হলেই তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। তবে খুব শিগগিরই লক্ষ্মীপুরে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে কাজ শুরু করবে পুলিশ প্রশাসন।

কাজল কায়েস/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।