মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণে মা-ছেলে-মেয়ে দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৩ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

মানিকগঞ্জে মুন্নু টেক্সটাইল মিলের আবাসিক এলাকার একটি বাসায় ব্লেন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে ওই টেক্সটাইল মিলের প্রকৌশল বিভাগের ইনচার্জ ইব্রাহিম হোসেনের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন প্রকৌশলী ইব্রাহিম হোসেনের স্ত্রী আসমা বেগম (৫০) মেয়ে সুমাইয়া আক্তার (৮) ও ছেলে আরিফ হোসেন (১৫)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, মুন্নু টেক্সাটাইল মিলের প্রকৌশল বিভাগের ইনচার্জ ইব্রাহিম হোসেনের বাসায় শনিবার রাত ১০টার দিকে ব্লেন্ডার চালানোর সময় হঠাৎ বিকল শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এ সময় ইব্রাহিমের স্ত্রী ও ছেলে-মেয়ে দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। তবে তাদের তিনজনের অবস্থাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

বি এম খোরশেদ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।