বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৩ নভেম্বর ২০১৯

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহিম (৫০) মহেশপুর উপজেলার বাউলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে। রোববার ভোরে সীমান্তের ৬০নং মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে এ খবর জানায় বিএসএফ।

ঝিনাইদহ ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বলেন, রোববার ভোরে কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুর রহিম ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের হাবাশপুর এলাকার ৬০নং মেইন পিলারের কাছে পৌঁছালে তাকে গুলি করে বিএসএফ। এতে আব্দুর রহিম নিহত হন।

লে. কর্নেল কামরুল আহসান আরও বলেন, পতাকা বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি বাংলাদেশি আব্দুর রহিমের মরদেহ। নিহতের মরদেহ ফেরতের বিষয়ে আগামীকাল সোমবার আনুষ্ঠানিক পতাকা বৈঠকের কথা রয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।