এক বছর ধরে তরুণীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৬ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

দিনাজপুরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. সোহাগ রেজা (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সোহাগ রেজা দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গার মোহসিন আলীর ছেলে।

মামলার নথি থকে জানা যায়, বিয়ের প্রলোভন দিয়ে দিনাজপুর শহরের এক তরুণীকে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৪ জুন পর্যন্ত ধর্ষণ করে সোহাগ রেজা। পরে বিয়ে না করায় ধর্ষণের শিকার তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মেহবুব হাসান চৌধুরী লিটন ও আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইছাহক।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।