কিডনি বিক্রি করায় স্বামী-স্ত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৭ নভেম্বর ২০১৯

জয়পুরহাটের কালাই উপজেলার উলিপুর গ্রাম থেকে কিডনি বিক্রির অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উলিপুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে খাজা মইনুদ্দিন ও খাজা মইনুদ্দিনের স্ত্রী মোছা. নাজমা বেগম।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, এক বছর আগে খাজা মইনুদ্দিন তার স্ত্রী নাজমাকে কিডনি বিক্রি করতে প্ররোচনা দিলে তিনি নিজ ইচ্ছায় তার একটি কিডনি বিক্রি করেন। কিডনি বিক্রি যে আইনত দণ্ডনীয় অপরাধ সে ব্যাপারে এর আগে থেকেই ওই এলাকায় মাইকিং, জনসভা, লিফলেট বিতরণ, পোস্টারিং করাসহ বিভিন্নভাবে পুলিশ জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। এরপরও মইনুদ্দিন ও নাজমা জেনে শুনে কিডনি বিক্রি করেছেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। পরীক্ষা-নিরীক্ষায় ঘটনার সত্যতা পাওয়া গেলে তারা কিডনি বিক্রির কথা স্বীকার করেন। অবৈধভাবে কিডনি বিক্রির জন্য তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

রাশেদুজ্জামান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।