বিয়ের কাগজ নিয়ে প্রতারণা, কারাগারে কাজী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৫৯ এএম, ০৮ নভেম্বর ২০১৯

দিনাজপুরের বিরামপুরে মফেজ উদ্দিন নামের এক কাজীর বিরুদ্ধে বিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ রাশেদুজ্জামান (২৬) ওই কাজীর বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মফেজ উদ্দিনকে গ্রেফতার করে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃত কাজী মফেজ উদ্দিন সরকার উপজেলার জোতবানি ইউনিয়নের কেটরাপাড়া গ্রামের ফয়েজ উদ্দিন সরকারের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর গ্রামের সৈয়দ পয়গম্বর আলীর ছেলে সৈয়দ রাশেদুজ্জামান পার্শ্ববর্তী চাপড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে শিরিনাকে (২৪) গত ২৯ সেপ্টেম্বর জোতবানী ইউনিয়নের কাজী মফেজ উদ্দিন সরকারের অফিসে বিয়ে করেন। বিয়ের সময় কাজী মফেজ উদ্দিন পাঁচ হাজার টাকা নিলেও বিয়ে রেজিস্ট্রির কোনো কাগজ দেননি।

রাশেদুজ্জামান জানান, বিয়ের কাগজপত্রের বিষয়ে কাজী মফেজ উদ্দিনের কাছে বহুবার যোগাযোগ করেও তিনি কোনো কাগজ দেননি। একপর্যায়ে ওই কাজী বিয়ে রেজিস্ট্রির কাগজ দিতে ১০ হাজার টাকা দাবি করেন।

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত টাকা দাবি ও রেজিস্ট্রির কাগজ না পেয়ে রাশেদুজ্জামান বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিরামপুর থানায় মামলা করেছেন। পুলিশ কাজী মফেজ উদ্দিনকে আটক করে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

এমদাদুল হক মিলন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।