রেইনবো সুপার মার্কেটে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৯ নভেম্বর ২০১৯

দিনাজপুর শহরের রেইনবো সুপার মার্কেটে আগুন লেগেছে। শনিবার বেলা ১১টা দিকে জেলা কারাগারে পাশের এই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইতোমধ্যে আগুনে কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে।

dinajpur01.jpg

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই মার্কেটের মোটরসাইকেল মেকানিক রুবেলের দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে জেলা কারাগারে পাশেই আগুন লাগায় কয়েদিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে কারা সূত্রে জানা গেছে।

ইমদাদুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।