এ কেমন শত্রুতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১১ নভেম্বর ২০১৯

সামাজিক দল পরিবর্তন করাকে কেন্দ্র করে ঝিনাইদহে কৃষকদের ক্ষেতের সবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে। পাঁচ কৃষকের তিন বিঘারও বেশি জমির শীতকালীন সবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ভোরে জেলার শৈলকুপা উপজেলার আনিপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

শৈলকুপার আনিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আজিজুল মণ্ডল, আলম, কালাম, সাইদ, জাহাঙ্গীর জানান, তাদের গ্রামে দীর্ঘদিন ধরে কয়েকটি সামাজিক দলের মধ্যে বিরোধ চলে আসছে। দবির-খলিল খাঁ গ্রুপ এবং তালেব মণ্ডল গ্রুপের মধ্যে সামাজিক দল পরিবর্তন নিয়ে বেশ কিছুদিন গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছে। এসবের জেরে দবির ও খলিল খাঁর নেতৃত্বে সকালে হায়দার, ফরিদ, আতিয়ার, জাকারিয়াসহ কয়েকজন প্রকাশ্যে কপিক্ষেত ও কলাক্ষেত কেটে দেয়। ঘরবাড়িও ভাংচুর করা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।

jhinaidah02

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে নতুন করে আর কোনো ঘটনা যাতে না ঘটে এ জন্য ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।