কিশোরগঞ্জে নবান্ন উৎসব পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৬ নভেম্বর ২০১৯

কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে নবান্ন উৎসব। এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বিয়াম স্কুল মাঠে আয়োজন করা হয় নবান্ন মেলা। সকাল থেকে মেলায় শত শত দর্শনার্থী ভিড় করে। নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা-পুলিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী মেলায় স্থান পেয়েছে।

সকালে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে শহরে একটি হেমন্ত শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিয়াম ল্যাবরিটরি স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে নবান্ন উসব উপলক্ষে অলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

kishorganj

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, ধর্মবিষয়ক সম্পাদক মাসুম, মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিলকিস বেগম প্রমুখ।

kishorganj

পরে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় আমন ধানকাটা উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মতিউর রহমানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।