সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে ২ তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনা তদন্ত শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে ও জেলা প্রশাসনের দুটি কমিটি। সোমবার উভয় কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত রেললাইন, বগি ও ইঞ্জিন ঘুরে দেখেন এবং স্টেশনের কর্মকর্তা ও প্রতক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করেন।

সোমবার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) গোলাম রহমান, সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ও পাকশী রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী।

জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ বলেন, আমরা তদন্ত শুরু করেছি। সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন করে বৃহস্পতিবারের (২১ নভেম্বর) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

পরে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহীদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

এই কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিামঞ্চল) রাজশাহীর চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি বণিক, প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান ও চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সুশীল কুমার হালদার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হন ছয়জন।

ইউসুফ দেওয়ান রাজু/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।