পুলিশের অভিযান দেখে ২৫০ টাকার পেঁয়াজ ১৬০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে নাটোরের প্রধান দুটি বাজারে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেনের নেতৃত্বে শহরের স্টেশন বাজার ও নিচাবাজারে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযান দেখে ২৫০ টাকা কেজির পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

Natore-pic-(1)

তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী পেঁয়াজ সরিয়ে ফেলেন। অভিযানকালে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখার আহ্বান জানায় পুলিশ।

ক্রেতারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ২৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ দেখে দাম কমালেও পরে আবার অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করেন ব্যবসায়ীরা।

রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।