রাঙ্গামাটিতে জেএসএসের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

রাঙ্গামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার গাইন্দা ইউনিয়নের বালুমুড়া এলাকার মারমাপাড়ায় গভীর অরণ্যে এ ঘটনা ঘটে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ জানান, সোমবার সন্ধ্যার দিকে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির খবর জানতে পারে পুলিশ। পরে রাতে ঘটনাস্থল থেকে পেছনে হাত বাঁধা ও মাথার চারপাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা কোন সংগঠনের কর্মী তা নিশ্চিত করতে পারেননি ওসি। এছাড়া নিহতদের নাম-পরিচয়ও জানাতে পারেননি তিনি।

এদিকে রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ধারণা করা হচ্ছে জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) অন্তঃকোন্দলের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সাইফুল উদ্দিন/সৈকত দাশ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।