নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২০ নভেম্বর ২০১৯

পার্বত্য খাগড়াছড়িতে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার দায়ে মো. এরফান আলী (২৯) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে ১০ জনের স্বাক্ষ্য উপস্থাপন করা হয় জানিয়ে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. বিধান কানুনগো প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ির রামগড়ে সদু কারবারি পাড়ার বাগান টিলা এলাকায় নিজ বাড়িতে ঘুমন্ত বাবা মো. জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এরফান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার মাত্র ছয়মাস আগে বিদেশ থেকে দেশে ফিরেছিলেন এই হতভাগ্য বাবা।

এ ঘটনায় ওইদিনই স্ত্রী আনোয়ারা বেগম ছেলে এরফানকে আসামি করে রামগড় থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ওই বছরের ৩১ আগস্ট এরফানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মুজিবুর রহমান ভুইয়া/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।