সিরাজগঞ্জে মদপানে দুই যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুরে মদপানে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও আট যুবক শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃতরা হলেন- কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামের কোরবান আলীর ছেলে রাসেল (২৪) ও একই এলাকার তোজাম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ৮/১০ জন যুবক মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে দুইজনের মৃত্যু হয়।
কাজিপুর থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, বিয়াড়া গ্রামের সিদ্দিকের ছেলে সেনাসদস্য মানিকের বৌভাতে ওই ১০ জন যুবকও দুপুরের খাবার খান। রাতে তারা বাড়ি ফিরে বমি করতে থাকেন। পরে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর সাদ্দাম ও রাসেলের মৃত্যু হয়। বাকি আটজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কাজিপুর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, খাদ্যে বিষক্রিয়া নাকি মদপানে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে হাসপাতালের মৃত্যু সনদে খাদ্যে বিষক্রিয়া লেখা রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর