চার দিন পর নড়াইলে বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২২ নভেম্বর ২০১৯

ধর্মঘট প্রত্যাহারের পরের দিনও নড়াইলে চলছিল না বাস। অবশেষে চারদিন পর আজ (শুক্রবার) থেকে বাস চলাচল শুরু হয়েছে। আজ সকাল থেকে নড়াইল-মাওয়া, নড়াইল-যশোর, নড়াইল-খুলনাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে বাস চলাচল শুরু হওয়ায় শুক্রবার সকাল থেকেই সড়কে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক খান জানান, কেন্দ্রীয় নির্দেশে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, নড়াইল-যশোর, খুলনা, নড়াইল-লোহাগড়াসহ অভ্যন্তরীণ সব রুটে গত রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রেখেছিলেন শ্রমিকরা। পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রীরা পড়েন চরম বিপাকে।

এর আগে ১৭ নভেম্বর বেলা ১১টায় নড়াইল প্রেস ক্লাবের সামনে সড়ক পরিবহন আইন-২০১৮ এর জেল-জরিমানা সংশোধনসহ ১১ দফা দাবিতে নড়াইলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মানববন্ধন করে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

২০ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

হাফিজুল নিলু/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।