ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে হাফসানা (৩) ও রিফাত (১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

হাফসানা ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শেরপুর এলাকার কামাল মিয়ার মেয়ে ও রিফাত সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের মনপুর এলাকার সাদেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাফসানা খেলা করতে গিয়ে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময়ে সদর উপজেলার মনপুর গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায় রিফাত। পরে তাকেও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন শামীম বলেন, দুটি শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।