সংসার চালানোর টাকা আমার হাতে নেই, অভাবে এ কাজ করেছি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৯

আমি নতুন বিয়ে করেছি তাই অভাবে পড়ে গাঁজা বহন করছিলাম। স্যার আমাকে ছেড়ে দিন। আমি আর কখনও মাদক বহন করবো না, এ কাজ করে ভুল করেছি। সোমবার দুপুরে ভৈরব রেলওয়ে থানা হাজতে পুলিশের কাছে মো. আলী (২৪) বার বার আকুতি করে একথা বলছিলেন।

সোমবার দুপুর দেড়টায় চট্টগ্রাম-ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতি দিলে রেলওয়ে পুলিশ ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। ওই যুবক ঢাকার গেন্ডারিয়া এলাকার রাহাত আলীর ছেলে। গেন্ডারিয়ায় ভাড়া বাসায় নতুন বউ নিয়ে থাকলেও তার বাড়ি মুন্সীগঞ্জে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করে পুলিশ।

আটক যুবক পুলিশের কাছে বলেন, ‘আমি অনেক দিন ধরে বেকার। অনেক চেষ্টা করেও কোনো প্রতিষ্ঠানে চাকরি পাই না। বাড়ি মুন্সীগঞ্জে হলেও ঢাকায় এসে গত তিন মাস আগে বিয়ে করি। সংসার চালানোর কোনো টাকা আমার হাতে নেই। প্রতিবেশী আনোয়ারা বেগমের কথায় ২ হাজার টাকা পাব এ লোভে গাঁজা নিয়ে ট্রেনে যাচ্ছিলাম। কথা ছিল আখাউড়ার এক নারী শাহিনুরের কাছ থেকে গাঁজা নিয়ে ঢাকায় পৌঁছে দিলেই ২ হাজার টাকা দেবে। কিন্তু ভৈরবে পুলিশের কাছে ধরা পরলাম। এখন তো মান ইজ্জত সব গেল। এভাবেই কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন ওই যুবক।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, চট্টলা ট্রেনের বগিতে পুলিশ তল্লাশি চালালে মাদক ব্যবসায়ী মো. আলীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা পুলিশের হাতে ধরা পড়লে মিথ্যা কথা বলে। তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আসাদুজ্জামান ফারুক/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।