স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূ সাজুবিবি হত্যা মামলায় স্বামী আক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তার বাড়ি কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামে। বাবার নাম বেচু ব্যাপারী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সিরাজুদৌলাহ কুতুবী এই রায় দেন।
আদালতের সরকারি আইনজীবী এপিপি আবুল বাসার বলেন, সব প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আদালত নিহতের স্বামী আক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে যৌতুকের দাবিতে স্ত্রী সাজু বিবিকে মারধর করে আক্তার। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা শাহে আলম বাদী হয়ে আক্তারের বিরুদ্ধে কমলনগর থানায় হত্যা মামলা করেন।
এরপর ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ (২৮ নভেম্বর) আসামি আক্তার হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দেন।
কাজল কায়েস/এমএমজেড/জেআইএম