পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৯ নভেম্বর ২০১৯

২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে বাংলার বীর সেনারা ভারতীয় মিত্র বাহিনীর সহায়তায় সম্মুখ ও গেরিলা যুদ্ধে পঞ্চগড়কে পাক হানাদার বাহিনীর কবল থেকে দখলমুক্ত করেন। এ দিন পাকিস্তানের পতাকা জ্বালিয়ে পঞ্চগড়ের মাটিতে উড়ানো হয় বাংলাদেশের লাল সবুজ পতাকা।

প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনে পালিত হয় পঞ্চগড় মুক্ত দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি আনন্দ র্যালি বের করে জেলা প্রশাসন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ঘুরে বাংলা পার্ক মোড়ের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

Panchagarh-Free-Day1

পরে আবারও র্যালি নিয়ে প্রধান সড়ক ঘুরে স্থানীয় সরকারি অডিটোরিয়াম চত্ত্বরে শেষ করা হয় র্যালিটি। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ও পঞ্চগড় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি ছিলেন।

এতে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি এবং বীরমুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম, আলাউদ্দিন প্রধান, ইসমাইল হোসেন প্রমুখ সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন।

র্যালিসহ বিভিন্ন কর্মসূচিতে সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিক, স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।।

সফিকুল আলম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।