বর্তমান সরকারের আমলে নাটোর শান্তির নগরে পরিণত হয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৯

আলহাজ শফিকুল ইসলাম শিমুল এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নাটোর সন্ত্রাসী নগরী থেকে বর্তমান সরকারের আমলে শান্তির নগরে পরিণত হয়েছে। এ সরকারের আমলে সারা দেশের মতো নাটোরের প্রতন্ত এলাকাও উন্নয়ন ঘটেছে।

শুক্রবার নাটোরে একটি রেস্তোরাঁয় আয়োজিত দৈনিক আজকালের খবরের রাজশাহী বিভাগীয়য় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার বলেন, নাটোরে রাজশাহী প্রতিনিধি সম্মেলন করতে পেরে সত্যিই আমরা গর্ববোধ করছি। সারাদেশের মতো নাটোরের উন্নয়নের খবরও দৈনিক আজকালের খবরে প্রকাশ করা হবে। সারাদেশের পাশাপাশি উত্তরাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আরও বেশি করে সংবাদ প্রচার করবে আজকালের খবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রত্মা আহমেদ এমপি, নাটোর জজর্কোটের পিপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ সৈয়দ মর্তুজা আলী, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ।

আরও বক্তব্য রাখেন আজকালের খবরের কান্ট্রি ইনচার্জ আনোয়ার সাদাত সবুজ, আজকালের খবরের হেড অব মার্কেটি হেলাল উদ্দিন, বগুড়া ব্যুরো প্রধান এ এইচএম আক্তারুজ্জামনসহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা।

এর আগে দুপুর ১২টায় আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সভাপতিত্বে রাজশাহী বিভাগের ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধিরা মতবিনিময় সভায় মিলিত হন। সভায় পত্রিকার উন্নয়নে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।